হোলি উৎসবে কলেজছাত্র হত্যায় পাঁচজন রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৮, ১৮:৪৩

প্রেমঘটিত বিরোধের জেরে পুরান ঢাকায় হোলি উৎসব থেকে ডেকে নিয়ে কলেজছাত্র মো. রওনককে (১৭) হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এই রিমান্ড মঞ্জুর করেছেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, রিয়াজ আলম ওরফে ফারহান, ফাহিম আহম্মেদ ওরফে আব্রো, ইয়াসিন আলী, আল আমিন ওরফে ফারাবী খান ও লিজা আক্তার ওরফে মাইসা আলম।

মামলাটির তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক জানে আলম আসামিদের আদালতে হাজির করে এই রিমান্ডের আবেদন করেন।

পুলিশের দাবি জনৈক তরুণী মাইসার সঙ্গে আগে রওনকের প্রেম ছিল। রওনক মাইসার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অপর একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু এই দ্বিতীয় প্রেমিকাকে পছন্দ করতো অন্য আরেকটি ছেলে। ওই ছেলে সঙ্গে রওনক ওই প্রেম নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে। এনিয়ে ফেসবুকেও তাদের কথা কাটাকাটি হয় এবং একে অপরকে দেখে হুমকিও দেয়। পরে রওনকের পুরনো প্রেমিকাকে দিয়ে মোবাইল ফোনে ডেকে রওনককে পুরান ঢাকার শাঁখারী বাজারের হোলি উৎসবে নিয়ে আসে প্রতিদ্বন্দ্বী ওই ছেলে। গত ১ মার্চ দুপুর ১২টার দিকে শাঁখারী বাজারে রওনককে হোলি উৎসবের মধ্যে ছুরিকাঘাত করা হয়। এরপর তারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রওনকের এ বছর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

(ঢাকাটাইমস/০৬মার্চ/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

টিপু-প্রীতি হত্যাকাণ্ড: আওয়ামী লীগ নেতা আশরাফসহ ৩৩ জনের বিচার শুরু

বিডিনিউজ সম্পাদক খালিদীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল দুদকের

পরীমনির আবেদনে পেছাল মাদক মামলার সাক্ষ্যগ্রহণ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা: পিনাকী ভট্টাচার্যকে অভিযুক্ত করে চার্জশিট, মুশফিককে অব্যাহতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :