মানব পাচার: শিল্পীর দুই বছরের জেল

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০১৮, ১৫:৪৪

ভারতের বিখ্যাত গায়ক দালের মেহেন্দি। ২০০৩ সালে মানব পাচারের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সে সময় কণ্ঠশিল্পী দালের ও তার ভাই সামশের সিংয়ের বিরুদ্ধে মানব পাচারের ৩৫টি অভিযোগ জমা পড়ে থানায়, মামলাও হয়। অভিযোগ ছিল, তারা দুই ভাই মিলে বিদেশে মানব পাচারের সঙ্গে যুক্ত।

দীর্ঘ ১৫ বছর বছর পর সেই সব মামলায় দোষী সাব্যস্ত হলেন গায়ক দালের মেহেন্দি। শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউজ কোর্ট। তবে সাজা ঘোষণার কয়েক মিনিটের মধ্যে তিনি জামিনও পেয়ে গেছেন।

২০০৩ সালে হওয়া অভিযোগগুলো থেকে জানা যায়, শিল্পী দালের ও তার ভাই মিলে মোটা টাকার বদলে বিদেশে মানুষ পাচার করতেন। নিজেদের ট্রুপের সদস্য সাজিয়ে বিদেশে নিয়ে গিয়ে লোকদের সেখানে ছেড়ে চলে আসতেন তারা। ১৯৯৮-১৯৯৯ সালের মধ্যে সান ফ্রান্সিসকো ও নিউ জার্সিতে অন্তত ১০ জনকে বেআইনি ভাবে রেখে এসেছিলেন দালের ও তার ভাই।

ঢাকাটাইমস/১৬মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :