‘ভোটে পরাজয়ের শঙ্কা থাকলেই মিথ্যাচার করে বিএনপি’

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১২:২২ | প্রকাশিত : ২৯ জুলাই ২০১৮, ১২:০৪

যেকোনো নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থাকলেই বিএনপি সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যাচার করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিন সিটি নির্বাচনকে সামনে রেখেও বিএনপি সেটাই করছে বলে অভিযোগ তার।

রবিবার সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দৌলতপুর কৃষি ব্যাংক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইন-শৃঙ্খলা বাহিনী বিএনপির নেতাকর্মীদের সিটি করপোরেশন এলাকা থেকে আটক করছে এটা প্রমাণ করে নির্বাচন সুষ্ঠু হবে না-বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে হানিফ বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী যখন কোনো সন্ত্রাসীকে আটক করছে তখন তো বিএনপি নেতাকর্মীরা তাদের সঙ্গে থাকেন না। তারা কি বলতে পারবেন করপোরেশন এলাকা নাকি করপোরেশনের বাইরে থেকে তাদের আটক করা হয়েছে?’

হানিফ বলেন, ‘যাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ আছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে সেটা নির্বাচনকালীন হোক বা নির্বাচন পরবর্তী সময় হোক।’

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

জনগণকে বাদ দিয়ে পাতানো উপজেলা নির্বাচন হচ্ছে: রিজভী

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :