ভালুকায় ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ২

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ মে ২০২৪, ১৭:২৯ | প্রকাশিত : ০৭ মে ২০২৪, ১৭:২৭

ময়মনসিংহের ভালুকায় বিশেষ অভিযানে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভালুকা পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের এ.আর ফিলিং স্টেশনের পূর্ব পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে একটি কাভার্ডভ্যান থেকে এই চিনি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাভার্ডভ্যানচালক কুমিল্লার দাউদকান্দি উপজেলার মৃত মনির হোসেনের ছেলে মো. আবিদ হোসেন, ও হেলপার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মো. নিয়ামত আলীর ছেলে আল আমীন।

পুলিশ সূত্রে জানা যায়, ৪০০ বস্তা ভারতীয় চিনি, যার মোট ওজন ২০ হাজার কেজি। বাজার মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। এসআই (নিঃ) মো. হাসান উদ দৌলাহ ওই চিনি জব্দ করেন। এ বিষয়ে মামলা রুজু করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/০৭মে/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :