প্রকাশক বাচ্চু হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:১০ | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৬
প্রকাশক শাজাহান বাচ্চু (ফাইল ছবি)

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যারা নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য এবং ব্লগার ও প্রকাশক শাজাহান বাচ্চু হত্যা মামলার আসামি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন শামিম ওরফে কাকা ওরফে বোমা শামিম এবং একলাস।

পুলিশ সুপার মো. জায়েদুল আলম বলেন, ব্লগার ও লেখক শাজাহান বাচ্চুর হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারীসহ দুজন নিহত হয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের সাতগাঁও এলাকায় কেসি রোডে চেকপোস্ট বসানো হয়। রাত দুইটার আগে মোটরসাইকেলযোগে দুজন ওই এলাকা দিয়ে যেতে চাইলে পুলিশ তাদের থামতে বলে। কিন্তু পুলিশের নির্দেশ না মেনে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হয়ে ওই দুইজন মারা যান। পরে মরদেহ দুটি উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

পরে জানা যায় নিহতরা ব্লগার বাচ্চু হত্যা মামলার আসামি। এদের একজন ওই হামলার মূল পরিকল্পনাকারী ছিল।

বেলা ১১টায় এ বিষয়ে সংবাদ ব্রিফিং করা হবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১১ জুন সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পূর্ব কাকালদী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন প্রকাশক শাহজাহান বাচ্চু। বাচ্চু একটি প্রকাশনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন। জেলা কমিউনিস্ট পার্টির সাবেক এই সাধারণ সম্পাদক বিভিন্ন ব্লগ ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও লেখালেখি করতেন।

ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুন্দরবনের আগুনে নেভেনি, আরও ছড়িয়ে পড়ার শঙ্কা

বগুড়ায় বসতবাড়ি‌তে বি‌স্ফোরণে আহত বুশরা মারা গে‌ছেন

অনলাইন ডেলিভারি ম্যান সেজে গাজা পাচার, আটক ১

চাটখিলে এমডির বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ

গাজীপুরে রেল দুর্ঘটনা: ৩১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বরিশালে তুচ্ছ ঘটনায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

সৈয়দপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে তালাকের অভিযোগ কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে

খাবারে নেশাদ্রব্য মিশিয়ে শিক্ষকের বাসায় চুরি, ৩ জন অসুস্থ

তাপদাহ: দিনাজপুরে নাবি টমেটোর বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত

এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২২ জন আহত, হাসপাতালে নেই ভ্যাকসিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :