তফসিলে ‘ভোট চুরির’ ষড়যন্ত্র দেখছেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৪:৫৮ | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৮, ১২:২০

এক সপ্তাহ পিছিয়ে ভোটগ্রহণের যে তারিখ ঠিক করেছে নির্বাচন কমিশন তাতেও সন্তুষ্ট নয় বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভোটের এই তারিখ নির্ধারণের পেছনে ভোট চুরির ষড়যন্ত্র দেখছেন। বলেছেন, ‘বিদেশি পর্যবেক্ষকদের এড়িয়ে ভোট চুরির লক্ষ্যে ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ দেয়া হয়েছে।’

মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই মন্তব্য করেন।

নির্বাচন কমিশন গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ ছিল ২৩ ডিসেম্বর। তবে বিএনপিসহ বিরোধী দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে ভোট এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর তারিখ ধার্য করে ইসি।

তবে বিএনপি দাবি করছে ভোট এক মাস পেছাতে হবে। যদিও সিইসি সাফ জানিয়ে দিয়েছেন আর পেছানো সম্ভব নয়।

রিজভী বলেন, ‘২৫ ডিসেম্বর খ্রিষ্টানদের বড় ধর্মীয় উৎসব। ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষের কারণে বিদেশি পর্যবেক্ষক ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও মিশন কর্মকর্তারা ছুটিতে থাকেন। তাদের দৃষ্টির অন্তরালে একটা বড় ভোট চুরির নির্বাচন করতে সরকারের নির্দেশে ৩০ ডিসেম্বর ভোটের দিন নির্ধারণ করেছে ইসি।’

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘নির্বাচনে সবার জন্য মাঠ সমতল করতে হবে। শুধু নিজের জন্য মাঠ সমতল করবেন আর অন্যদের বের করে দেবেন এটা চলবে না।’

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/বিইউ/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী

উদ্যোক্তারাই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কাণ্ডারি: স্থানীয় সরকারমন্ত্রী

ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত এলিভেটেড রেললাইন হবে: রেলমন্ত্রী

সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলীর জানাজা বাদ আসর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে

কারখানা বন্ধের প্রতিবাদ: বনানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, চলাচলে ভোগান্তি

আজ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা

আজ থেকে বাড়ছে ট্রেনভাড়া, জানুন কোন রুটে কত

এখনই মিলছে না মুক্তি, আরও ২ দিন দাবদাহের পূর্বাভাস

লিফট কিনতে ফিনল্যান্ড যাচ্ছেন ঢাবির উপ-উপাচার্য!

আজ খুলছে স্কুল-মাদরাসা, ২৫ জেলায় বন্ধ

এই বিভাগের সব খবর

শিরোনাম :