কুড়িগ্রামে একই আসনে নৌকার দুই মাঝি

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৩:০২

কুড়িগ্রামের চিলমারী, রৌমারী, রাজিবপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সাবেক এমপি জাকির হোসেন। গত ২ডিসেম্বর জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা পারভীন তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।

পরে জাকির হোসেন নির্বাচন কমিশনে আপিল করেন। শুক্রবার তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। সেই বৈধ মনোনয়নপত্রটি শনিবার সকালে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা পারভীনের নিকট হস্তান্তর করেন তিনি।

রিটানিং কর্মকর্তা জাকির হোসেনের মনোনয়নপত্র বাতিল করায় মহাজোটের জাতীয় পার্টি মঞ্জু (জেপি)’র প্রার্থী রুহুল আমিন নৌকা প্রতীক নেন। শুক্রবার ধানমন্ডি কার্যালয় হতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের কাছ থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেন।

ফলে এখন কুড়িগ্রাম-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী দুইজন। একই আসনে নৌকা প্রতীকে দুইজনের মনোনয়ন বৈধ হওয়ায় স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

সবারই প্রশ্ন কে হতে চলছে আওয়ামী লীগের প্রার্থী।

জানা যায়, কুড়িগ্রাম-৪ আসনের জন্য জাকির হোসেনকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান। অপর দিকে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি জেপির রুহুল আমিনকেও মনোনয়নপত্র দেয়া হয়।

এ বিষয়ে জাকির হোসেন জানান, জেলায় আমার মনোনয়নপত্রটি বাতিল হওয়ার সুযোগে মহাজোটের প্রার্থী রুহুল আমিন দলীয় প্রতীক নিয়ে আসেন। শুক্রবার আমার মনোনয়পত্রটি বৈধতা পেলে আমি নেত্রীর সাথে দেখা করে দলীয় প্রার্থী ও প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব।

এ বিষয়ে মহাজোটের প্রার্থী রুহুল আমিনের সঙ্গে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আ.লীগের যৌথসভা শুক্রবার

উপজেলা নির্বাচনেও জনগণ সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে: সালাম

প্রাণহানি ছাড়া নির্বাচন, সন্তোষজনক: কাদের

উপজেলা নির্বাচনের কেন্দ্রগুলো খাঁ খাঁ করেছে: মেজর হাফিজ

নামে বিরোধী দল, থাকেন সরকারি দলের ভেতরে: চুন্নুকে ব্যারিস্টার সুমন

ফাইভ পার্সেন্ট ডামি সরকার সব অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে: এবি পার্টি

প্রহসনের নির্বাচনে নিজেদের বিজয়ী দাবি করা ব্যক্তিরা নির্লজ্জ: নজরুল ইসলাম 

সীমান্তে হত্যাকাণ্ডের জন্য ভারতকে কড়া হুঁশিয়ারি রাশেদ প্রধানের

ডামি সরকারের আত্মা বিক্রির জন্য সীমান্তে দেশের জনগণের প্রাণ যাচ্ছে: রিজভী

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :