নজিবুল বশরকে মন্ত্রী করার দাবি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নৌকা প্রতীক নিয়ে এবারও বিজয়ী হয়েছেন নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি মহাজোটের শরিক তরীকত ফেডারেশনের চেয়ারম্যান। এ নিয়ে তিনি চারবার সংসদ সদস্য হলেন। এবার তাকে মন্ত্রিসভায় স্থান দেয়ার জোর দাবি উঠেছে।
ফটিকছড়িতে সাংসদের বাসভবনে আয়োজিত গণসংবর্ধনায় বক্তারা তাকে মন্ত্রিসভায় স্থান দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
বিপুল ভোটে সাংসদ নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা নজিবুল বশরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা মহাজোটের এই নেতাকে মন্ত্রিসভায় দেখার প্রত্যাশা করেন।
১৯৯১ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি মাইজভান্ডারী। এরপর বিএনপিতে যোগদান করে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে এমপি হন। ২০০১ সালে ধানের শীষ নিয়ে নির্বাচন করলেও প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ারের কাছে হেরে যান নজিবুল বশর। এরপর নিজেই গঠন করেন বাংলাদেশ তরীকত ফেডারেশন নামে আলাদা একটি রাজনৈতিক দল। এ দলের প্রতীক ফুলের মালা। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে ক্ষমতাসীন মহাজোটের মিত্র হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হন ভান্ডারী। সর্বশেষ গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো এমপি হন তিনি।
ঢাকাটাইমস/০২জানুয়ারি/ইএস

মন্তব্য করুন