পাকুন্দিয়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৭:৩৬ | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০১৯, ১৭:২৫

‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এই স্লোগানে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা। ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে এর আয়েঅজন করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছু রহমান।

উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ইউএনও মোহাম্মদ মোকলেছুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়াউল হক জুয়েল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনিছুজ্জামান ও হোসেন্দি আদর্শ কলেজের অধ্যক্ষ রকীব উদ্দিন মোশায়ের প্রমুখ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

ঢাকাটাইমস/২৯জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :