ভিয়েনায় দূতাবাসের উদ্যোগে একুশ পালন

হাসান তামিম, অস্ট্রিয়া
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৯
অ- অ+

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভিয়েনাস্থ বাংলাদেশ দুতাবাস।

আলোচনার সভার শুরুতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহামান্য রাষ্টপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এবং দূতালয় প্রধান রাহাত বিন জামান এবং প্রথম সচিব মালিহা শাহজাহান।

এছাড়াও বক্তব্য রাখেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি এম হাফিজুর রহমান খন্দকার নাসিম, সহ-সভাপতি রুহি দাস সাহা, ব্যবসায়ী নেতা মোশাররফ হোসেন আজাদ, বায়েজিদ মীর, ইমরুল কায়েস মানিকসহ ভিয়েনাস্থ প্রবাসী বাংলাদেশিরা।

আলোচনা সভা শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বাংলাদেশের সাথে মিল রেখে দূতাবাস প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভিয়েনাস্থ প্রবাসী বাংলাদেশিরা।

উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানী ভিয়েনায় জাতিসংঘের সদর দপ্তরে এক আলোচনা সভার আয়োজন করেছে ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা