চার দিনব্যাপী কবি সুকান্ত মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  প্রকাশিত : ০১ মার্চ ২০১৯, ১৯:৪৮
অ- অ+

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুক্রবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী কবি সুকান্ত মেলা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তি মনি চাকমা প্রধান অতিথি হিসেবে সন্ধ্যায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় এ মেলা হচ্ছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন প্রতিবছরের মতো এবারও এ মেলার আয়োজন করেছে। মেলাকে কেন্দ্র করে নবরূপে সাজানো হয়েছে কবির বাড়ি ও আশ-পাশ এলাকা। সোমবার এ মেলা শেষ হবে।

চার দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এছাড়াও প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন নামি-দামি শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কবির জীবনী আলোচনা, কবির লেখা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলাও। মেলায় বিভিন্ন ধরনের মিষ্টিমন্ডা, চানাচুর, মাটি ও বাঁশের তৈরি বিভিন্ন ধরনের খেলনাপত্র।

(ঢাকাটাইমস/১মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা