বিকেএসপিতে শফিউল চমক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মার্চ ২০১৯, ১৩:০৪

ডিপিএলে আজ বিকেএসপিতে মোহামেডান স্পোটিং ক্লাবের হয়ে বল হাতে চমক দেখালেন পেসার শফিউল ইসলাম। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তিনি একাই নিয়েছেন পাঁচটি উইকেট। তার দুর্দান্ত পেস গতিতে নির্ধারিত ওভারের আগেই মাত্র ১৮২ রানে অলআউট হয় গাজী গ্রুপ।

সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গাজী গ্রুপ। শফিউলের গতিতে মাত্র ২৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর সপ্তম জুটিতে তৌহিদ আর শামসুল ইসলামের ব্যাটে ১৮২ রানের পুঁজি দাঁড় করায় গাজী গ্রুপ। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করে অপরাজিত ছিলেন শামসুল ইসলাম।

মোহামেডানের হয়ে ৭ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট নেন শফিউল ইসলাম। লিস্ট 'এ' ক্রিকেটে এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। ১৭ রান দিয়ে দুই উইকেট নেন সোহাগ গাজী।

(ঢাকাটাইমস/৯ মার্চ/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :