জয়ললিতার ভূমিকায় কঙ্গনা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০১৯, ১২:৪১
অ- অ+

তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী তথা প্রয়াত অভিনেত্রী জয়ললিতার ভূমিকায় অভিনয় করতে চলেছেন বলিউডের ‘কুইন’ খ্যাত নায়িকা কঙ্গনা রানাওয়াত। অর্থাৎ এটি হবে জয়ললিতার বায়োপিক। তামিলে এই ছবির নাম ‘থালাইভি’, এবং হিন্দিতে ‘জয়া’। এই ছবির নাম ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে।

শনিবার ছিল আলোচিত ও সমালোচিত এই নায়িকার ৩২তম জন্মদিন। বিশেষ এ দিনেই নতুন ছবির ঘোষণা দেন কঙ্গনা। ‘থালাইভি’ তথা ‘জয়া’ পরিচালনার দায়িত্বে রয়েছেন এ এল বিজয়। এর চিত্রনাট্য লিখছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। যিনি প্রভাসের ‘বাহুবলী’ ও সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো ছবিগুলোর চিত্রনাট্যকার।

নতুন এ ছবি সম্পর্কে পরিচালক বিজয় বলেন, ‘আমাদের দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন জয়ললিতা। তার জীবনীর ওপর ছবি নির্মাণ করাটা অনেক দায়িত্বের। আমরা সৎ থেকে কাজটা করার চেষ্টা করব। খুব ভালো লাগছে ও গর্ববোধ হচ্ছে কারণ, এই চরিত্রে কঙ্গনা রানাওয়াত অভিনয় করতে চলেছেন।’

অন্যদিকে এমন চরিত্রে অভিনয় করাকে বাড়তি দায়িত্ব বলে মনে করেন কঙ্গনা। তিনি বলেন, ‘আমাদের দেশে নারীদের সাফল্যের কাহিনি হিসেবে জয়ললিতার ঘটনা অনেক বড়। প্রথমে তিনি সুপারস্টার ছিলেন, তারপর রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন। তার চরিত্রের অংশ হতে পেরে আমি গর্বিত।’

ঢাকাটাইমস/২৪মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা