বিশ্বকাপের জার্সি বিক্রি করবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০১৯, ১৬:০০| আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৬:০৩
অ- অ+

আগামী ৩০ মে ইংল্যান্ডে পর্দা উঠবে ক্রিকেট বিশ্বকাপের। বিশ্বসেরা সেরা হওয়ার প্রতিযোগিতা শুরুর আগেই ক্রিকেটারদের জার্সি কেনার ধুম জাগে ভক্তদের মাঝে। সেই খোরাক মেটাতে এবারের বিশ্বকাপে ক্রিকেটারদের জার্সি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২৫ এপ্রিল থেকে বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।টাইগারদের লাল-সবুজ জার্সিকে সহজলভ্য করতে এক বছরের জন্য স্পোর্টস স্পোর্টজকে জার্সি বিক্রির স্বত্ব দিয়েছে বিসিবি। আগামী এক বছর সকল টুর্নামেন্টের জার্সি বিক্রয় করবে এই প্রতিষ্ঠান।

তবে জার্সি বিক্রির সিদ্ধান্ত হলেও এখনো দাম কিংবা কোথায় পাওয়া যাবে সে বিষয়ে কিছু জানায়নি স্পোর্টস স্পোর্টজ। এই প্রসঙ্গে প্রতিষ্ঠানটির সদস্য মেহতাব উদ্দিন আহমেদ বলেন,‘কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বকাপের জার্সি উন্মোচন হবে। এরপর বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের আউটলেটের মাধ্যমে ক্রিকেটভক্তরা জার্সি কেনার সুযোগ পাবেন।’

তাছাড়া জার্সির মূল্য সম্পর্কে তার ভাষ্য,‘জার্সির মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। তবে জার্সির মূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে।’

এই প্রথম বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি আনুষ্ঠানিকভাবে বিক্রির উদ্যোগ নিয়েছে বিসিবি।ঢাকাসহ সমগ্র বাংলাদেশে নির্ধারিত আউটলেটের মাধ্যমে জার্সি সংগ্রহ করতে পারবে টাইগার ভক্তরা। আগামী কয়েকদিনের মধ্যে জার্সির মূল্য এবং প্রাপ্তির স্থান সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

(ঢাকাটাইমস/২৪ মার্চ/এইচএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা