স্বাধীনতা দিবসে যুদ্ধজাহাজ ‘তিস্তা’ ঘুরে দেখল চাঁদপুরবাসী

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৯, ২১:১১

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস ‘তিস্তা’ সর্বসাধারণের জন্য ঘুরে দেখার সুযোগ করে দেয় সংস্থাটি।

মঙ্গলবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জাহাজটি চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে পুরনো লঞ্চঘাটে অবস্থান নেয়। পরে সাধারণ মানুষ প্রবেশ করে জাহাজটি ঘুরে দেখেন। জাহাজটি দেখতে বিকালে শহরের বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোর ও বিভিন্ন মানুষ এসে ভিড় জমায়।

জাহাজের অধিনায়ক লে. কমান্ডার মোদাসসেরুল হক বলেন, ‘তার নেতৃত্বে এই জাহাজটি খুলনা হতে ২৩ মার্চ চাঁদপুর আসে। এই জাহাজে তিনজন অফিসার ও ৫২ জন নাবিক রয়েছেন।’

তিনি জানান, ‘২৭ মার্চ থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশসম্পদ জাটকা নিধন রোধে অভিযান পরিচালনা করা হবে। পরে ২৯ মার্চ খুলনার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করা হবে।’

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :