প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০১৯, ১৮:৪১

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে “প্ল্যানেটারি হেলথ অ্যান্ড এমডিআর টিউবারকিউলসিস: বাংলাদেশ পারসপেকটিভ” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স সেন্টারে

এ সেমিনার হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম আশরাফুল হক এবং রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা এবং স্কুল অব সায়েন্স-এর ডিন, প্রফেসর ড. এএজএম ওমর ফারুক।

সেমিনারে প্রবন্ধ পাঠ করেন কানাডার টরেন্টোর ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ডাহডালেহ ইনস্টি্িটউট ফর গ্লোবাল হেল্থ রিসার্স -এর প্লানেটারি হেল্থ ফেলো (প্রজেক্ট কো-ডিরেক্টর) ড. বোমকেশ তারুকদার এবং বালাদেশে অবস্থিত ডেমেইন ফাউন্ডেশন অব বেলজিয়াম-এর ল্যাবরেটরি ডিরেক্টর এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রাক্তন ছাত্র মো. আনোয়ার হোসাইন।

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শুভময় দত্ত সেমিনারে সভাপতিত্ব করেন।

সেমিনারে ড. বোমকেশ তারুকদার পরিবর্তনশীল জলবায়ুর প্রভাবে বর্তমান বিশ্বে বিভিন্ন ধরণের রোগের যে প্রাদুর্ভাব এবং কিভাবে তা মোকালিলা করা যায় সে সব বিষয়ের ওপর আলোকপাত করেন।

মো. আনোয়ার হোসাইন বাংলাদেশে বর্তমানে যক্ষার জীবানুগুলোর প্রচলিত ওষুধের বিরোদ্ধে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তলেছেন তা তিনি সুপরিসরে তুলে ধরেন। সেমিনারে অন্যন্যের মধ্যে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৪এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :