হামলাকারীরা শ্রীলঙ্কান: রনিল বিক্রমাসিংহে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৯, ০৯:০১
অ- অ+

ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই সেদেশের নাগরিক বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তবে তাদের সঙ্গে বিদেশিদের কোনো সংযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এখন পর্যন্ত আট ব্যক্তিকে আট করে শ্রীলঙ্কার পুলিশ। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, অধিকাংশ বিস্ফোরণই ছিল আত্মঘাতী হামলা এবং একটি গোষ্ঠিই হামলাগুলো চালিয়েছে।

রবিবার সকালে প্রার্থনা চলার সময় তিনটি গির্জায় এবং চারটি হোটেল ও একটি বাড়িতে সিরিজ বোমা হামলায় অন্তত ৩৫ বিদেশিসহ ২০৭ জন নিহত হয়। তাদের মধ্যে তিন পুলিশ সদস্য রয়েছেন। আহত হয় আরও চার শতাধিক মানুষ। প্রথমে কলম্বো ও শহরতলির তিনটি গির্জা ও তিনটি পাঁচ তারকা হোটেলে একের পর এক হামলা হয়।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যে রাজধানীর উত্তরাঞ্চলে একটি বাড়িতে এবং দক্ষিণ কলম্বোর দেহিওয়ালায় একটি হোটেলে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা।

হামলার পর দেশজুড়ে কারফিউ চলছে। স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

ঢাকা টাইমস/২২এপ্রিল/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা