কোহলিদের জার্সি নিয়ে বিতর্ক

ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে চিরাচরিত নীল জার্সি ছেড়ে কমলা জার্সি পরে খেলতে নামছে ভারতীয় দল। ইংলিশদের জার্সির রঙ এক হয়ে যাওয়ায় তার বদলে কমলা জার্সি পরে খেলবেন ধোনি-কোহলিরা। যা নিয়ে রীতিমতো বিতর্ক তুঙ্গে ভারতে।
আপত্তি তুলেছে দুই বড় রাজনৈতিক দল কংগ্রেস ও সমাজবাদী পার্টি। তাদের সোজাসাপ্টা বক্তব্য, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভারতের কমলা জার্সি পরে খেলার অর্থই হল বিজেপির (ক্ষমতাশালী ভারতীয় জনতা পার্টি) গেরুয়াকরণের চেষ্টা।
দেশের এই খবর লন্ডনে পৌঁছানোর পর প্রতিক্রিয়া হয়েছে ভারতীয় শিবিরেও। প্রেস মিটে এসে বোলিং কোচ ভরত অরুণকে এ নিয়ে প্রশ্নের সামনে পড়তে হয়। তিনি বলেন, ‘আমরা জার্সির রঙ নিয়ে ভাবছি না। ভাবছি, ম্যাচ জেতা নিয়ে। এ কথা সবাই জানেন, আমাদের স্লোগান ‘ব্লিড ব্লু’।
৩০ জুন এজবাস্টনে ভারত-ইংল্যান্ড ম্যাচ। তার আগে কংগ্রেসের এমপি নাসিম খান বলেছেন, ‘খেলা হোক আর সাংস্কৃতিক মঞ্চ, মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই গেরুয়াকরণের রাজনীতি চলছে। দেশের তেরঙাকে গুরুত্ব দেয়া উচিত। এখনকার সরকার সবকিছুকেই গেরুয়ার আবরণে মুড়ে ফেলতে চাইছে। এটাই সবচেয়ে বড় সমস্যা।’
বিশ্বকাপে ভারতের নতুন জার্সি নিয়ে আপত্তি তুলেছে সমাজবাদী পার্টিও। তাদের শীর্ষ নেতা আবু আজমি এই জার্সি বদলের ব্যাপারটাকে ‘অনৈতিক’ বলে উল্লেখ করেছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ভারতীয় দলকে যদি কোনো রঙ দিতেই হয়, তবে সেটা হওয়া উচিত জাতীয় পতাকার তেরঙা। তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু কমলা রঙই যদি সব কিছুর সঙ্গে মিশে যায়, তাহলে সেটা অবিচার হবে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। লোকের এটা নিয়ে প্রতিবাদ করা উচিত।’
(ঢাকাটাইমস/২৭জুলাই/ডিএইচ)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

হ্যাটট্রিক করা ধনঞ্জয়ার ওভারেই ছয় ছক্কা পোলার্ডের

দুই অধিনায়কেরই মাইলফলক ম্যাচ, ব্যাটে ইংল্যান্ড

নিউজিল্যান্ডে টাইগারদের প্রথম জিম সেশন

ইনস্টাগ্রামে কোহলির অনুসারী ১০ কোটি

পিচ সমালোচকদের তোপ কোহলির

করোনার টিকা নিলেন পেলে

ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডব ও আগারের ঘূর্ণিতে অজিদের জয়

বাংলাদেশের বিপক্ষে ফিরতে পারেন ফার্গুসন

জেসুসের জোড়া গোলে ম্যানসিটির বড় জয়
