এ বছর ৫০০ আইসিইউ স্থাপিত হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০১৯, ১৮:২৯
অ- অ+

সাধারণ মানুষের উন্নত চিকিৎসার ব্যয় কমাতে এ বছরই দেশে ৫০০ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে স্বাস্থ্যশিক্ষা নিয়ে এক প্রচারণা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

‘স্বাস্থ্যসম্মত জীবন, কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা এবং স্কুলে স্বাস্থ্যশিক্ষা’ বিষয়ের প্রচারণা কার্যক্রমটি আয়োজন করে ক্রিয়েটিভ মিডিয়া নামের একটি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী বলেন, ‘দেশের হাসপাতালগুলোতে বর্তমানে পর্যাপ্ত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) না থাকায় অসচ্ছল মানুষ উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউতে প্রতিদিন গড়ে ৪০-৫০ হাজার টাকার মতো ব্যয় করতে হয়। এই পরিমাণ অর্থ জোগান দেয়া দেশের সাধারণ মানুষের পক্ষে ভীষণ কষ্টকর ব্যাপার।’

তাই এ বছরই সরকার দেশের হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে ৫০০টি আইসিইউ স্থাপন করবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি করা হলে দেশের মানুষকে চিকিৎসার জন্য আর বিদেশমুখী হতে হবে না।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের লাইফ স্টাইল অ্যান্ড হেলথ এডুকেশন ও প্রোমোশনের লাইন ডাইরেক্টর ডা. মো. এহসানুল কবির, ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ বোরহান কবির প্রমুখ।

(ঢাকাটাইমস/২৭জুন/এএ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
ভেষজ মহৌষধ আনারস কিডনির পাথর দূর করতে সিদ্ধহস্ত, ওজনও কমায় দ্রুত
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
পরীক্ষায় নকলের শাস্তি চার বছরের নিষেধাজ্ঞা: জাতীয় বিশ্ববিদ্যালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা