রোমে বৈষ্ণব মেলা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৯, ২২:৩১
অ- অ+

ইতালিতে দ্বিতীয়বারের মতো বৈষ্ণব মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমের স্থানীয় একটি পার্কের প্রাকৃতিক পরিবেশে এই মেলা অনুষ্ঠিত হয়।

গোবর্ধন বেইস ‘ইসকন’ রোম ইতালি আয়োজিত এই অনুষ্ঠানে ভাগবতীয় কথামৃত আলোচনা করেন ভিল্লা বৃন্দাবন মন্দিরের সভাপতি শ্রীমান পরাভক্তি দাসাধিকারী এবং রোমের শ্রীমান মুকুন্দ নন্দ দাসাধিকারী।

দাসাধিকারীদ্বয় বলেন, ‘পৃথিবীতে আছে যতো নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম...’ শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বাণীকে অন্তরে ধারণ করে এ, সি ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ সারা বিশ্বব্যাপী যে হরিনামের গুণ কীত্তণ এই ধরণীকে কিভাবে প্লাবিত করেছে সেই বিষয়গুলো প্রতিটি কৃষ্ণ ভক্তদের অনুধাবণ করতে হবে। সেই সঙ্গে জগতময় ছড়িয়ে দিতে হবে।

বিকাল থেকে সন্ধ্যা অবধি এই বৈষ্ণব মেলায় ছিল ভজন কীর্তন, হরিনাম সংকীর্তন, সম্মিলিত জপ, ভাগবতীয় আলোচনা ও আরতি কীর্তন। আর এখানে অংশগ্রহণ করেন গোবর্ধন বেইসের ভক্তবৃন্দসহ সার্বজনীন হিন্দু পূজা মন্দির ও ওঁম ইন্টারন্যাশনাল মন্দিরের ভক্তবৃন্দ।

শেষে সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় মহাহরিরাম সংকীর্তন করা হয় এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু
হাসিনামুক্ত বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রয়োজন নাই : জাগপা
যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার নিবন্ধনের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ইসি
নোয়াখালীতে ৬ দফা দাবিতে পল্লীবিদ্যুৎ মিনি ঠিকাদারদের মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা