যশোরে বিদ্যুতের লাইনম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০১৯, ১৮:৫৯
অ- অ+

যশোরে ১১ হাজারের ভোল্টেজের তার থেকে বিদ্যুত বিভাগের লাইনম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম জালাল ফকির (৪১)।

শহরতলীর খোলাডাঙ্গার আয়েশা আবেদ ফাউন্ডেশনের সামনে থেকে গতকাল দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জালাল ফকির যশোর বিদ্যুৎ বিভাগ ১ এর লাইনম্যানের চাকরি করতেন। তিনি নেত্রকোনার হালিম ফকিরের ছেলে।

বিদ্যুৎ বিভাগের সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার রবিউল করিম জানান, গতকাল দুপুর পৌনে ১টার দিকে আয়েশা আবেদ ফাউন্ডেশনের সামনে ১১ হাজার ভোল্টেজের তার সংযোগ ঠিক করছিলেন। লাইন ম্যান জালাল ফকির লাইনের সুইচ বন্ধ করার আগেই তিনি তারে হাত দেন। এ সময় বিদ্যুতায়িত জালাল ফকির বিদ্যুতের তারে ঝুলতে থাকেন।

পরে যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেনের নেতৃত্বে একদল কর্মীরা জালাল ফকিরের ঝুলন্ত দেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস জালাল ফকিরকে মৃত ঘোষণা করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক(এসআই) হায়াত মাহামুদ বিদ্যুয়িত হয়ে লাইন ম্যানের মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/২০আগস্ট/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, নিখোঁজদের সন্ধান চলছে
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
আজ পবিত্র আশুরা শোক ও ত্যাগের মহিমাময় দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা