বীরশ্রেষ্ঠ আ. রউফ স্মৃতি জাদুঘর পরিদর্শনে ফরিদপুরের ডিসি

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৭:০১ | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৯, ১৬:৪৬

ফরিদপুরের মধুখালীতে শহীদ ল্যান্স নায়েক বীরশ্রেষ্ঠ মুন্সী আ. রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অতুল সরকার। সোমবার উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর বর্তমান রউফনগর গ্রামের এই গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

এ সময় সঙ্গে ছিলেন- ফরিদপুর জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান (বাচ্চু), উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার, সহকারী কমিশনার (ভূমি) শান্তা রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান (মুরাদ), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার, প্রচার সম্পাদক আতিয়ার রহমান, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম (তুহিন)।

সবশেষে কামারখালী ইউনিয়নের মধুমতি নদী ভাঙন ও রাস্তা পরিদর্শন এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আ. রউফের বাড়ি পরিদর্শন করেন। আগামীতে নদী ভাঙন রোধ ও রাস্তার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন জেলা প্রশাসক।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :