দুই ছেলেকে নিয়ে ইয়াবা ব্যবসা, পুলিশের হাতে ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০১৯, ১৯:১৯
অ- অ+

রাজধানীর শ্যামলীতে ১৫ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ বাবা এবং দুই ছেলেকে গ্রেপ্তার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার বিকালে ঢাকাটাইমসকে নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন।

গ্রেপ্তাররা হলেন- বাবা আয়নাল হেসেন এবং ছেলে ইব্রাহীম সাগর ও রাসেল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদের নেতৃত্বে ওসি (অপারেশন) আহাদ আলীসহ পুলিশের একটি দল শ্যামলীর ৩ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় অভিযান চালায়। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং বাকি দুজন পালিয়ে যায়। তাদের মধ্যে আয়নাল হোসেনের কাছ থেকে আট হাজার পিস, ছেলে ইব্রাহীম সাগরের কাছ থেকে দুই হাজার ১৭৫ পিস এবং রাসেলের কাছ থেকে পাঁচ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

রাতেই থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার তিনজনের গ্রামের বাড়ি যশোরের শার্শায়। আয়নালের বিরুদ্ধে আটটি মাদকের মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ মহৌষধ আনারস কিডনির পাথর দূর করতে সিদ্ধহস্ত, ওজনও কমায় দ্রুত
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
পরীক্ষায় নকলের শাস্তি চার বছরের নিষেধাজ্ঞা: জাতীয় বিশ্ববিদ্যালয়
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, নিখোঁজদের সন্ধান চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা