ইন্টাভিউয়ে ধর্ষণ: ফাহিমের দ্বিতীয় দফা রিমান্ড নামঞ্জুর

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫১

চাকরির ইন্টারভিউ দিতে এসে তরুণীর গণধর্ষণের মামলায় গ্রেপ্তার ফাহিম আহমেদ ফয়েকের দ্বিতীয় দফা রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত।

একই সঙ্গে আগামী কার্যদিবসের মধ্যে যেকোনো একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।

সোমবার তিন দিনের রিমান্ড শেষে আবার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান এ নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আবুল কালাম আজাদ এ রিমান্ডের আবেদন করেন। গত ২৯ আগস্ট এ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

গত ২৭ আগস্ট বিকালে ওই তরুণী শ্যামলী মেইন রোডের ৩৫/১/বি নং বাড়ির পঞ্চম তলায় যান। তখন ফাহিম আহমেদ মেয়েটিকে একটি চেয়ারে বসতে দেন এবং চাকরির বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এক পর্যায়ে তাকে সিগারেট ও ওয়াইন অফার করেন। ভিকটিম তা না খাওয়ায় আসামি তাকে কোকোকোলার সঙ্গে রেড ওয়াইন মিশিয়ে ছলচাতুরি করে খাওয়ান। পরে ভিকটিম শারীরিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। প্রথমে ফাহিম আহমেদ ও পরে নাহিদ পাটোয়ারী তাকে পালাক্রমে ধর্ষণ করেন। ভিকটিম অচেতন হয়ে পড়লে আসামিরা তার চোখে-মুখে পানি দিলে জ্ঞান ফিরে আসে। এরপর ভিকটিম অনেক অনুনয়, বিনয় করে বাসায় ফিরে আসেন। এরপর ভিকটিম থানায় মামলা দায়ের করেন। মামলাটিতে নাহিদকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

টিপু-প্রীতি হত্যাকাণ্ড: আওয়ামী লীগ নেতা আশরাফসহ ৩৩ জনের বিচার শুরু

বিডিনিউজ সম্পাদক খালিদীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল দুদকের

পরীমনির আবেদনে পেছাল মাদক মামলার সাক্ষ্যগ্রহণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :