ঢা‌বির শাহ‌নেওয়াজ হ‌লের সামনে গা‌ড়ি ভাঙচুর

ঢাব‌ি প্র‌তি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:১১
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিউমার্কেট এলাকায় শাহনেওয়াজ হলের সামনে এক দোকানিকে মারধরের কারণে প্রাইভেটকার ভাঙচুর করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূ‌ত্রে জানা গেছে, কবরস্থানে আসা এক লোক তার প্রাইভেটকার কবরস্থান গেটের সামনে রাখেন। সেখানে থাকা দোকানদার গাড়ি পার্কিং করতে নিষেধ করলে গাড়ির মালিক শুনেননি। উল্টো তেড়ে গিয়ে দোকানিকে মারধর করেন। পরে দোকানদার পার্শ্ববর্তী শাহনেওয়াজ হলে শিক্ষার্থীদের জানালে তারা এসে চালককে মারধর করেন এবং গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ এলে তাদের সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে চারুকলা অনুষদের শিক্ষক আক্তারুজ্জামান সিনবাদ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করেন।

জানতে চাইলে এই শিক্ষক ঢাকা টাইমস‌কে বলেন, গাড়ি রাখা নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। দুই পক্ষের সাথে কথা বলে আমরা বিষয়টি সমাধান করেছি।

এ বিষ‌য়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ কে এম গোলাম রব্বানী ঢাকা টাইমস‌কে বলেন, ওখানে গাড়ি রাখা নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়। খবর পাওয়ার সাথে সাথেই প্রক্টরিয়াল টিমের সদস্যরা সেখানে যান। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করেছি। বহিরাগতদের জন্যই ঘটনার সূত্রপাত।

ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা