গোবরের ট্যাংকে ডুবে চার ভারতীয়র মৃত্যু

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৫
অ- অ+

ইতালিতে একটি গরুর খামারে গোবরের ট্যাংকে ডুবে মারা গেছেন চারজন শিখ পুরুষ। নিহতদের মধ্যে খামারের মালিক দুই ভাইও রয়েছেন। তারা সকলেই ভারতের পাঞ্জাবের বাসিন্দা। ইতালির উত্তরাঞ্চলের পাভিয়ার কাছে এ ঘটনা ঘটেছে।

পাভিয়া অঞ্চলের সবচেয়ে বড় খামারের এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির কৃষিমন্ত্রী টেরেসা বেলানোভা।

তদন্তকারীরা সন্দেহ করছেন, গোবর সার থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাসে তারা মারা যান।

একটি দুগ্ধ খামারে এরা একটি গোবর সারের ট্যাংক খালি করছিলেন। এদের একজন ট্যাংকের ভেতর পড়ে যান। তাকে উদ্ধারের জন্য বাকি তিনজন যখন ট্যাংকের ভেতর লাফ দেন, তখন তারা সবাই মারা যান বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, প্রেম সিং এবং তারসেম সিং নামের দুই ভাই ২০১৭ সালে এরেনা পো নামের এই খামারটি স্থাপন করেন। এটি ইতালির মিলান থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে।

দুর্ঘটনায় নিহত বাকি দুজন হচ্ছেন আরমিনদার সিং এবং মাজিনদার সিং। তারা সেখানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

বৃহস্পতিবার দুপুরে যখন এরা দুপুরের খাবার খেতে আসেননি, তখন তাদের স্ত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ পড়ে আছে দেখতে পান।

দমকল কর্মীরা এসে এরপর গোবরের ট্যাংক থেকে তাদের দেহ উদ্ধার করেন।

ইতালির গণমাধ্যমে বলা হচ্ছে, এ নিয়ে এ বছর কর্মস্থলে দুর্ঘটনায় দেশটিতে মোট ৪৮৬ জন মারা গেছে।

ইতালির নতুন কৃষিমন্ত্রী টেরেসা বেলানোভা এই ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, কর্মস্থলের নিরাপত্তাকে তারা মানুষের অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করেন এবং এই অধিকার নিশ্চিত করতে যা যা করার দরকার, তা করতেই হবে।

কৃষিমন্ত্রী টেরেসা বেলানোভা নিজেও কিশোর বয়সে একজন খামার শ্রমিক ছিলেন।

ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/কেকে/ইএস/

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা