ভিক্টোরিয়া ক্লাবে মিলল ক্যাসিনো বোর্ড ও মাদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৮
অ- অ+

রাজধানীর ফকিরাপুলের ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়ে নয়টি ক্যাসিনো বোর্ড ও মাদক উদ্ধার করেছে পুলিশ। অভিযানের পর ক্লাবটি সিলগালা করে দেয়া হয়েছে।

রবিবার দুপুর থেকে শুরু হওয়া অভিযান চলে বিকাল পাঁচটায় পর্যন্ত। স্থানীয় কমিশনার মোমিনুল হক সাঈদের পরিচালনায় ক্লাবটি চলত বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএমপির মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিশু বিশ্বাস ঢাকাটাইমসকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে দুপুর থেকে এখানে অভিযান চালানো হয়। অভিযানে জুয়ার এক লাখ টাকা, নয়টি ক্যাসিনো বোর্ড, শিশা খাওয়ার সরঞ্জাম, মদের বোতল ও ব্যাংকের চেক পাওয়া যায়। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।'

'এখান থেকে বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। সেগুলো আমরা পর্যালোচনা করে আইনহত ব্যবস্থা নেব।’

কারা এটি নিয়ন্ত্রণ করত জানতে চাইলে মিশুক বলেন, ‘আমরা এখনো নিশ্চিত না করা এটা পরিচালনা করত। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। কারণ এটা স্পোর্টিং ক্লাব বলেই জানতাম। সেটার আড়ালে এমন ধরনের কার্যক্রম চলছে বলে আমাদের ধারণা ছিল না।'

রবিবার দুপুর থেকে পুলিশ মতিঝিল এলাকার আরও চারটি ক্লাবে অভিযান চালাচ্ছে। এর আগে গত বুধবার থেকে র‌্যাব ক্যাসিনোর সন্ধানে বিভিন্ন ক্লাবে অভিযান চালাচ্ছে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা