সাতক্ষীরায় ট্রাকচাপায় বাসের হেলপারের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:০০| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৪
অ- অ+

সাতক্ষীরায় ট্রাকচাপায় বাসের হেলপার মারা গেছেন। বুধবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা- কালিগঞ্জ সড়কের বাঙাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম- মেহেদী হাসান। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের কামরুল ইসলামের ছেলে।

শ্রমিকদের অভিযোগ, মুমূর্ষু মেহেদীকে সকাল ১০টার দিকে সদর হাসপাতালে নিয়ে গেলে সার্জারি বিভাগের কোন চিকিৎসক নেই এমন কারণ দেখিয়ে দীর্ঘক্ষণ ১ নং ওয়ার্ডে ট্রলির ওপর তাকে ফেলে রেখা হয়। একপর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে মেহেদী মারা যায়।

পরিবহন শ্রমিক সাবুর আলী, আল আমিনসহ কয়েকজন জানান, কালিগঞ্জ থেকে যাত্রীবাহী একটি বাস সকাল ৯টার দিকে শহরের বাঙাল মোড়ে পৌঁছালে বাম দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক চলে যাওয়ার সময় বাসের গেটে দাঁড়িয়ে থাকা হেলপার মেহেদী হাসানকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গেলে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে মারাত্মক জখম হয় মেহেদী।

চিকিৎসক তামিমা হাসান বলেন, জরুরি বিভাগে মেহেদীকে স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। এ সময় তার অবস্থা ছিল আশঙ্কাজনক। সার্জারি বিভাগে কোন চিকিৎসক না থাকার কথা স্বীকার করেন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুপারফুড কাঁঠাল ক্যানসারের ঝুঁকি কমায়, রক্তশূন্যতা প্রতিরোধেও কার্যকর
দেশে চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক চাপাল ট্রাম্প, ড. ইউনূসকে চিঠিতে যে বার্তা দিলেন
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা