ফের কৌশিকের ছবিতে জয়া

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৯, ১১:৫৫
অ- অ+

কলকাতার নামি পরিচালক ও অভিনেতা কৌশিক গাঙ্গুলী। এই নির্মাতার দুটি ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি তারকা জয়া আহসান। একটি ‘বিসর্জন’, অন্যটি ‘বিজয়া’। এর মধ্যে ‘বিসর্জন’ ছবিটির জন্য কলকাতার দুটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জয়া। তারপর থেকেই পরিচালক কৌশিকের বিশেষ পছন্দের তালিকায় বাংলাদেশি এই অভিনেত্রী।

নতুন খবর হচ্ছে, আবারও পরিচালক কৌশিক গাঙ্গুলীর ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন দেশের পাশাপাশি কলকাতার সিনেপ্রেমীদের মন জয় করা অভিনেত্রী জয়া আহসান। তার ও কৌশিকের এবারের প্রজেক্টটির নাম ‘অর্ধাঙ্গিনী’। সেখানে আরও আছেন কলকাতার অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। এই দুই নারীই ছবির প্রধান দুই চরিত্র। দুই মহিয়শী নারীর গল্প বলবে কৌশিকের ‘অর্ধাঙ্গিনী’। সেই দুই নারীই হচ্ছেন জয়া ও চূর্ণী।

ভারতীয় গণমাধ্যম বলছে, চলতি মাসের শেষ দিকে শুরু হবে জয়ার ‘অর্ধাঙ্গিনী’-এর শুটিং। মূলত কলকাতার পাশ্ববর্তী অঞ্চলেই হবে প্রাথমিক পর্যায়ের কাজ। ইতোমধ্যে ছবির শুটিংয়ে অংশ নিতে কলকাতায় অবস্থান করছেন জয়া। দূর্গা পূজা শুরুর আগেই সেখানে যান নায়িকা। রঙ-বেরঙের শাড়ি পরে ঘুরে বেড়ান বিভিন্ন পূজা ম-প। কয়েকদিন আগে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জয়া জানান, প্রতি বছরই এভাবে তিনি পূজা উদযাপন করেন।

জয়া আহসানের সঙ্গে কলকাতার পরিচালক ও অভিনেতা কৌশিক গাঙ্গুলী

কিছুদিন আগে অতনু ঘোষের পরিচালনায় ‘রবিবার’ নামে একটি কলকাতার ছবির কাজ শেষ করেছেন জয়া। এই ছবিতে প্রথমবারের মতো তিনি জুটি বেঁধেছেন ‘বুম্বা দা’ খ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। বর্তমানে সৌকর্য ঘোষালের পরিচালনায় ‘ভূতপরী’র শুটিং করছেন নায়িকা। এর পরই তিনি যোগ দেবেন ‘অর্ধাঙ্গিনী’ টিমের সঙ্গে। এটি পরিচালক কৌশিকের সঙ্গে জয়ার তৃতীয় ছবি হতে চলেছে।

এদিকে, বাংলাদেশে মুক্তির অপেক্ষায় আছে জয়া অভিনীত ‘অলাতচক্র’। দেশের জনপ্রিয় লেখক আহমেদ ছফার লেখা ‘অলাতচক্র’ গল্প অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে এই ছবিটি। তাই এটি আহমেদ ছফার জীবনীর ওপর নির্মিত হয়েছে বলে ধারণা করছেন অনেকে। এই ছবিতে রয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের নানা ঘটনা। সরকারি অনুদানে নির্মিত এ ছবির প্রযোজকও জয়া।

ঢাকাটাইমস/১১অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাত-পা ছাড়াই জন্ম নেওয়া সেই লিতুন জিরা এসএসসিতে জিপিএ-৫ পেয়ে নজর কাড়লো
এসএসসিতে জিপিএ-পাঁচ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী
ডাক্তার দেখাতে যাচ্ছিলেন, ফিরলেন লাশ হয়ে—আট মাসের গর্ভে থাকা শিশুটিও হারিয়ে গেল
এসএসসিতে পাসের হারে দেশসেরা রাজশাহী বোর্ড, অন্যরা যা পেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা