ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন সাবেক পাক ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৯, ১৮:১২
অ- অ+

প্রাক্তন অধিনায়ক ইমরান খান এখন দেশের প্রধানমন্ত্রী। তবুও সে দেশের ক্রিকেট বোর্ডের অবস্থা বেশ করুণ। কতটা করুণ তা সম্প্রতি বুঝিয়ে দিল সে দেশের এক সাংবাদিকের পোস্ট করা ভিডিও। সেখানে দেখা যাচ্ছে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে সুযোগ পাওয়া পাকিস্তানের এক ঘরোয়া ক্রিকেটার সংসার চালানোর জন্য বাধ্য হয়েছেন ট্রাক চালাতে।

ভিডিয়ওটি গত শুক্রবার নিজের টুইটার থেকে শেয়ার করেছেন পাকিস্তানের সাংবাদিক শোয়েব জাট। সেই ভিডিওতে, ফজল সুভান নামের ৩১ বছরের ওই পাকিস্তানি ক্রিকেটারকে দেখা যাচ্ছে ট্রাক চালাতে। পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০টি ম্যাচ খেলেছেন তিনি। পাকিস্তান এ দল ও অনূর্ধ্ব-১৯ দলেও সুযোগ পেয়েছিলেন তিনি।

তার এমন জরাজীর্ণ জীবন নিয়ে তিনি বলেছেন, ‘পাকিস্তানের হয়ে খেলার জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি। ঘরোয়া ক্রিকেট খেলার সময় এক লক্ষ টাকা পেতাম। কিন্তু এখন ৩০-৩৫ হাজার টাকা পাই। এই পরিমাণ অর্থ বাঁচার জন্য যথেষ্ট নয়। যার ফলে এই কাজ করতে হচ্ছে আমাকে।’

ফজলকে নিয়ে শোয়েবের এই টুইট ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিভিন্ন মহলে। পাক ক্রিকেটার মোহম্মদ হাফিজ নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছেন, ‘খুবই দুঃখের খবর। নতুন সিস্টেম ২০০ জন ক্রিকেটারকে দেখাশোনা করছে। কিন্তু হাজার হাজার ক্রিকেটারের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। আমি জানি না কে এই অনিশ্চয়তার দায়িত্ব নেবে?’

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা