মাইন বিস্ফোরণে কেনিয়ায় ১১ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৯, ১৮:৪০
অ- অ+

আফ্রিকা মহাদেশে অবস্থিত কেনিয়ার উত্তরাঞ্চলীয় শহর গ্যারিসায় রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে অন্তত ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার সোমালিয়া সীমান্তের কাছে পুলিশের টহল চলার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। প্রাথমিক তদন্তে এ হামলার পেছনে আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠী জড়িত বলে দাবি করেছে পুলিশ।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানায়,‘হামলার পেছনে রয়েছে সোমালিয়ার বিদ্রোহী গোষ্ঠী আল-শাবাব। বিস্ফোরণে পুলিশকে বহনকারী গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীদের ধরতে ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।’

নিহত পুলিশ কর্মকর্তাদের পরিচয় সম্পর্কে এক কর্মকর্তা বলেন,‘গ্যারিসার হহেরেতে অবস্থিত সাধারণ পরিষেবা ইউনিটের সদস্য ছিলেন তারা।’

গত জুনে একই ধরনের আরেকটি বিস্ফোরণে দেশটির পুলিশের ১২ জন সদস্য নিহত হয়েছিল।

ঢাকাটাইমস/১৩অক্টোবর/আরআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা