নোয়াখালীতে স্কুলছাত্রী ‘ধর্ষণ’, গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৯, ২২:৫৩
অ- অ+
ফাইল ছবি

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার সুমন চরশুল্লকিয়া এলাকার আব্দুল আজিজের ছেলে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, গোপন সংবাদে চরশুল্লকিয়া এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে ভিকটিমের বাবা সেলিম বাদী হয়ে সুমনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে খাসেরহাট বাজার এলাকায় স্থানীয় আব্দুল আজিজের ছেলে সুমন স্কুলছাত্রীর গতিরোধ করে মুখ চেপে পাশ্ববর্তী একটি কলা বাগানে নিয়ে ধর্ষণ করে।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
লঙ্কান ঘূর্ণিতে ৭৭ রানে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা