জাপানের চন্দ্রমল্লিকা সিংহাসনে সম্রাট নারুহিতো

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৯, ১৬:৩৭
অ- অ+

রাজকীয় প্রথা মেনে সাড়ম্বর আয়োজনে সম্রাট হিসেবে চন্দ্রমল্লিকা সিংহাসনে আরোহন করেছেন জাপানের যুবরাজ নারুহিতো। অক্সফোর্ডে পড়াশুনা করা ৫৯ বছর বয়সী নারুহিতো জাপানি সাম্রাজ্যের ইতিহাসে ১২৬তম সম্রাট হিসেবে অভিষিক্ত হলেন। রাজনৈতিক ক্ষমতা না থাকলেও জাতীয় প্রতীক হলো দেশটির সম্রাট।

মঙ্গলবার স্থানীয় দুপুরে সময় নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে ১৭০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও স্ত্রী রাশিদা খানমকে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টোকিওর ইমপেরিয়াল প্যালেসের ‘হল অব পাইনে’ রাজকীয় আয়োজনে ‘তাকামিকুরা’ অর্থাৎ চন্দ্রমল্লিকা সিংহাসনে আরোহণ করেন। দুপুরে উনিশ শতকে তৈরি করা কমলা রঙের রাজকীয় পোশাক পরে ‘সেইডেন-মাৎসু-নো-মা’তে (সিংহাসন কক্ষ) প্রবেশ করেন তিনি। তারপর তার পেছনে সাম্রাজের ক্ষমতার প্রতীক তলোয়ার, রত্ন এবং সিলমোহর নিয়ে প্রবেশ করেন রাজকীয় অধ্যক্ষ। এরপর জাপানের ঐতিহ্যবাহী ‘কিমোনো’ পরে অনুষ্ঠানস্থলে আসেন নতুন সম্রাজ্ঞী মাসাকো।

আনুষ্ঠানিকতা শেষে রাজকীয় ভাষণ দেন নতুন সম্রাট নারুহিতো। তিনি বলেন, ‘‘আমি প্রতিজ্ঞা করছি, বিধান অনুযায়ী দেশের এবং জনগণের ঐক্যের প্রতীক হিসেবে দায়িত্ব পালন করব। আমার চিন্তা-চেতনায় সবসময় জনগণের সুখ এবং বিশ^ শান্তির কামনা থাকবে।’

এ সময় প্রধানমন্ত্রী শিনজো আবে সম্রাটের সামনে দাঁড়িয়ে ছিলেন। ভাষণের পরে শিনজো আবে হাত তুলে তিনবার উল্লাস ধ্বনি দেন। এরপর প্রাসাদের বাইরে তোপধ্বনি দেয়া হয়।

প্রধানমন্ত্রী আবে সম্রাটকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘নতুন সম্রাটের নেতৃত্বে আমরা দেশকে আরও অগ্রগতির দিকে নিয়ে যাব। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি কামনায় এবং বিশ^ মানবের কল্যাণে অবদান রাখব।’

অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে নেদারল্যান্ডসের রাজা উইলিয়াম আলেক্সান্ডার, স্পেনের রাজা ফিলিপ, বেলজিয়ামের রাজা ফিলিপ, ভুটানের রাজা জিগমে খেসার নামগেয়েল ওয়াংচুক, ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস এবং মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেত্রী অং সান সু চিও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্রাট আকিহিতো ৮৫ বছর বয়সে গত ৩০ এপ্রিল দেশটির ইতিহাসে প্রথম স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেন। তারপর ১ মে প্রতীকী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দায়িত্ব বুঝে নিয়েছিলেন যুবরাজ নারুহিতো। কিন্তু সম্রাটের আনুষ্ঠানিকভাবে সিংহাসন গ্রহণের পূর্বে কতিপয় আনুষ্ঠানিকতা থাকায় পাঁচ মাস পর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

১৯৬০ সালে জন্ম নেয়া নারুহিতো জাপানের রাজ পরিবারের প্রথম সন্তান হিসেবে দেশটির বাইরে অক্সফোর্ড বিশ^বিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৯১ সালে ৩১ বছর বয়সে তিনি যুবরাজ হিসেবে সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মনোনীত হন।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/আরআর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ফারুক হোসেন
দলীয় অর্ধশতকের আগেই পাঁচ উইকেট নাই পাকিস্তানের
আখাউড়া-কসবায় সাবেক কাউন্সিলরসহ আ.লীগের চার নেতা গ্রেপ্তার
৫০ বছর পার্বত্য চট্টগ্রামকে বিভাজিত করে রাখা হয়েছে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা