জয়পুরহাটে নাশকতা মামলায় জামায়াত-শিবিরের ৬১ জন কারাগারে

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৯, ১৮:৪১
অ- অ+

পুলিশের দায়ের করা হত্যা ও নাশকতার মামলায় জামায়াত শিবিরের ৬১ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে মামলার শুনানি শেষে আদালতের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল বাহার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর হরতাল চলাকালে জয়পুরহাটের পুরানাপৈল বাজারের কৃষি ব্যাংকে পেট্রলবোমা হামলা করে জামায়াত শিবিরের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ র‌্যাব ও বিজিবি’র টহল দল বাধা দিতে গেলে তারা তীর ধনুক নিয়ে হামলা করে। প্রশাসনের বাধায় পরে তারা পিছু হটে পুরানাপৈল ইউনিয়নের হালট্টি এলাকায় মসজিদের মাইকে পুলিশ র‌্যাব ও বিজিবিকে মেরে ফেলার হুমকি দিয়ে জামায়াত শিবিরের নেতা-কর্মীদের সমবেত হওয়ার আহবান জানান। ওই আহবানে হাজার থেকে বারো’শ নেতা-কর্মী তীর-ধনুক নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে পেট্রলবোমা ছুঁড়তে থাকেন। পরে তারা এলোপাতাড়ি গুলি ছুঁড়লে সেই গুলিতেই জামায়াত-শিবিরের কয়েকজন নিহত হন। আত্মরক্ষার্থে পুলিশ ওই সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় পুলিশ ১০৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে তদন্ত করে পুলিশ গত জুন মাসের ২০ তারিখে ৯৯ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে ৬১ জন আসামি আজ স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন।

আসামি পক্ষের আইনজীবী মামুনুর রশীদ জানান, ৯৯ জন আসামির মধ্যে তিনজন উচ্চ আদালতের জামিন নিয়েছে। আর দুই আসামি মারা গেছেন। ৬১ জন ছাড়া বাকিরা পালাতক রয়েছেন।

ঢাকাটাইমস/২২অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা