চাকরি দেয়ার কথা বলে তরুণীকে ‘ধর্ষণ’

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৯, ১৮:০৭| আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৮:৫৩
অ- অ+
প্রতীকী ছবি

চাকরি দেয়ার কথা বলে রাজশাহীর তানোর উপজেলা থেকে এক তরুণীকে (২৫) শহরে এনে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশের গ্রামের দুই তরুণের বিরুদ্ধে এই অভিযোগ। এ নিয়ে ওই তরুণীর বাবা বৃহস্পতিবার রাতে নগরীর রাজপাড়া থানায় মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন- সজিব রায়হান ও পলাশ আলী। তানোর উপজেলার শংকরপুর গ্রামে তাদের বাড়ি। এদের মধ্যে সজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার ওই তরুণীর শারীরিক পরীক্ষাও করা হয়েছে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সজিব ও পলাশ চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে পাশের গ্রামের ওই তরুণীকে রাজশাহী শহরে নিয়ে আসেন। এরপর তাকে নগরীর নতুন বিলশিমলা এলাকার একটি ছাত্রাবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে রাতভর ধর্ষণ করেন অভিযুক্ত সজিব ও পলাশ।

পরদিন বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওই তরুণীর চিৎকারে স্থানীয়রা ওই ছাত্রাবাসে যান। এরপর সেখান থেকে তাকে উদ্ধার কর হয়। একইসঙ্গে অভিযুক্ত সজিবকে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে রাজপাড়া থানা পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে খবর দেয়া হলে রাতেই ওই তরুণীর বাবা থানায় এসে দুইজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

ওসি জানান, উদ্ধারের পর নির্যাতিত ওই তরুণীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। আর গ্রেপ্তার সজিবকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে। পলাশকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা