নওগাঁয় বিএসএফ’র হাতে সাত বাংলাদেশি আটক

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৯, ১৮:০৪
অ- অ+

নওগাঁর পোরশা হাঁপানিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার ভোরে সীমান্তের ২৩১/১০(এস) নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

আটককৃতরা হলেন- পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের জামাল উদ্দিনের ছেলে সইবুর (২৬), রাংগাপুকুর গ্রামের রবুর ছেলে আতাবুল (২২), বিষ্ণপুর বেড়াচকি গ্রামের মকবুলের ছেলে রেজাউল (২০), কালাইবাড়ি গ্রামের প্রফুল্যের ছেলে বিফল (৩০), একই গ্রামের লোকমানের ছেলে আজাদ (৩২), রফিকের ছেলে জহুরুল (৩২) ও সবুরদ্দিনের ছেলে হাকিম (৩৬)।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে কয়েকজন বাংলাদেশি ভারতের অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করেন। গরু নিয়ে ফেরার পথে ভোরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান।

এ বিষয়ে ১৬ বিজিবি’র হাঁপানিয়া ক্যাম্প কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ করবেন বলে জানান।

অপরদিকে ১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, তিনি আটকের ঘটনা শুনেছেন। আটককৃতদের ফিরিয়ে আনার জন্য বিএিসএফ’র সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান।

ঢাকাটাইমস/০৫নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: আসিফ মাহমুদ 
আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব: দুদক চেয়ারম্যান 
ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালককে ৫০ হাজার টাকা করে অনুদান ডিএনসিসির, চাকরির প্রতিশ্রুতি
তারেক রহমানের নির্দেশনায় জাবিতে শিক্ষার্থীদের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা