শাহ আমানতে ১৪ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৯, ১৫:৪৩| আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৭:০৫
অ- অ+
ফাইল ছবি

চট্টগ্রাম হযরত শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে ১৪ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধের ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শনিবার বিকাল চারটা থেকে রবিবার ভোর ছয়টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে শনিবার সন্ধ্যার দিকে আঘাত হানতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড় বুলবুল। এরইমধ্যে সমুদ্রবন্দরগুলোকে মহাবিপদ সঙ্কেত দেখানো হয়েছে।

বেবিচক সূত্র জানায়, চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ থাকলেও কক্সবাজার, বরিশাল ও যশোর বিমানবন্দরে কাজ বন্ধ নেই। আর সচরাচর রাতের বেলা সিলেট বিমানবন্দর বন্ধ থাকলেও বিদ্যশান পরিস্থিতি বিবেচনায় বিকল্প হিসেবে এই বিমানবন্দরটি শনিবার রাতে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম ঢাকা টাইমসকে জানিয়েছেন, যশোর, কক্সবাজার, বরিশাল বিমানবন্দর বন্ধের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। ওই এলাকার স্থানীয় আবহাওয়া বিবেচনায় নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি দপ্তরে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ
কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত  
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা