মাহমুদুল্লাহকে সাজঘরে ফেরালেন অশ্বিন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ১৪:১৮
অ- অ+

রবিচন্দ্রন অশ্বিনের স্পিন ঘূর্ণিতে ক্লিন বোল্ড হলেন টাইগার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক মুমিনুল হক।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনারদ্বয় আউট হয়ে যাওয়ায় বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। ইমরুল ও সাদমান উভয়ই মাত্র ৬ রান সংগ্রহ করে সাজঘরে ফেরার পর মিঠুনকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন অধিনায়ক মুমিনুল। কিন্তু মিঠুনও বেশিক্ষণ ভারত বোলারদের সামনে টিকতে পারেননি। ১২ রান করে মোহাম্মদ সামির শিকার হন তিনি।

মিঠুনের বিদায়ের পর মুশফিক-মুমিনুল জুটি পরিস্থিতি সামলে ভালোই প্রতিরোধ গড়ে তুলেছিল। অধিনায়ক মুমিনুল আউট হওয়ার পর মাঠে নামেন মাহমুদুল্লাহ। কিন্তু তিনি বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্রিজে। ৪৬তম ওভারের প্রথম বলে রিয়াদকে বোল্ড করেন অশ্বিন। এই টাইগার ব্যাটসম্যান ৩০ বল খেলে ১২ রান সংগ্রহ করেন।

এই প্রতিবেদনটি লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৪৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান।

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা