চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ২০:৪৬
অ- অ+

চাঁদপুর শাহরাস্তিতে মোটরসাইকেল দুর্ঘটনায় গ্রামীণ ব্যাংকের একজন প্রোগ্রাম অফিসার গোলাম মোস্তফা নিহত হয়েছেন। নিহত গোলাম মোস্তফা মনোহরগঞ্জ উপজেলার পিপুলাস্বর ইউনিয়নের ঝাউড়া গ্রামের মোহাম্মদ রুহুল আমিনের ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।

বৃহস্পতিবার উপজেলার বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় কেউ উপস্থিত না থাকায় দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।

গ্রামীণ ব্যাংক মেহের উত্তর শাহরাস্তি শাখার ম্যানেজার শাহীন মিয়া জানান, নিহত গোলাম মোস্তফা মনোহরগঞ্জ উপজেলার হাচনাবাদ শাখায় ভিজিট করতে যান। ভিজিট শেষে নিজ কর্মস্থল শাহরাস্তি এরিয়া অফিস দোয়াভাঙ্গায় ফেরার পথে বিজয়পুর এলাকায় দুর্ঘটনার শিকার হন।

এদিকে স্থানীয় লোকজন তাকে পড়ে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া, পুলিশ সংবাদ পেয়ে তার মরদেহ থানায় নিয়ে যায়। তার মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা থানায় ছুটে আসেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

(ঢাকাটাইমস/প্রতিনিধি/১৪নভেম্বর/এএইচ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মৃত্যু
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৩- আলোর চোখে দ্বিতীয় প্রেমের যাত্রা
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক নিহত
রাজশাহী ও রংপুর রেঞ্জে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি সেবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা