বুধবার মহারাষ্ট্রে আস্থাভোটের নির্দেশ সুপ্রিমকোর্টের

ভারতের মহারাষ্ট্রে রাজনৈতিক টানাপড়েন চলছে। সম্প্রতি এনসিপি নেতা অজিত পাওয়ারের সঙ্গে জোট গড়ে সরকার গড়েছে বিজেপি। কিন্তু অজিত পাওয়ারের দল এনসিপি বিজেপির সঙ্গে জোট গড়বে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। এমন অবস্থায় দেশটির সুপ্রিম কোর্ট রাজ্যের বিধানসভায় বুধবার আস্থা ভোটের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। সেখানে বলা হয়েছে আস্থা ভোটে যাতে কোনও গোপনীয়তা না থাকে তার জন্য গোপন ব্যালট নয় সরাসরি সম্প্রচার করতে হবে সংবাদমাধ্যমে।
সোমবার এনিয়ে মামলার শুনানিতে সলিসিটর জেনারেল বলেন, বিজেপির সঙ্গে এনসিপির ৫৪ জন বিধায়কের সমর্থন ছিল। সেই চিঠি রাজ্যপালকে দেওয়া হয়। তারপরেই বিজেপিকে সরকার গঠনের জন্য ডাকা হয়। পাশাপাশি এদিন ১৫৪ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে দাবি করে এনসিপি-কংগ্রেস-শিবসেনা জোট।
ঢাকা টাইমস/২৬নভেম্বর/একে

মন্তব্য করুন