তেল কম দেয়ায় পেট্রলপাম্প ম্যানেজারের জেল

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৯, ১৮:০৫
অ- অ+

পরিমাপে গ্রাহকদের তেল কম দেয়ার অপরাধে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর এনএন ফিলিং স্টেশনের ম্যানেজারকে ছয় মাসের জেল ও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারদণ্ড দেয়া হয়েছে তাকে।

সাজাপ্রাপ্ত ম্যানেজারের নাম হাবিবুর রহমান (৬০)।

মামলার বিবরণে জানা যায়, খালিশপুর এনএন ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে গ্রাহকদের তেল কম দেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চলতি বছরের ৭ এপ্রিল খুলনা থেকে বিএসটিআই এর একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় তারা প্রতি ১০ লিটারে ১৫০ মি.লি. তেল কম দেওয়ার প্রমাণ পায়। এ অভিযোগে খুলনা বিএসটিআই এর পরিদর্শক আলমাস হোসেন বাদী হয়ে ম্যানেজারকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলার চার্জ গঠন ও শুনানি শেষে আদালত হাবিবুর রহমানকে এ সাজা দেন।

ঢাকাটাইমস/১৮নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ, উত্তরবঙ্গের সঙ্গে যান চলাচল বন্ধ
ঘরে বসেই আবেদন করুন সব ধরনের নাগরিক সেবার
নির্বাচিত সরকার ছাড়া স্থিতিশীলতা আসবে না: মানিক
সাগরে লঘুচাপ, সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা