হিলি স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৯, ১৮:২১

দিনাজপুরে হিলি স্থলবন্দর, সীমান্ত ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। শুক্রবার দুপুর ১২টায় তিনি রংপুর থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এসময় তার সাথে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টিও উপস্থিত ছিলেন। পরে তাদের স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

পরে তিনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় গিয়ে বিজিবি ও বিএসএফের সাথে সীমান্ত কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এসময় ২০ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক বিজিবির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করেন। পরে তিনি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে সেখানে ইমিগ্রেশন, কাস্টমর্স কর্মকর্তাদের সঙ্গেও কুশল বিনিময় করে সেখানকার অবকাঠামো পর্যবেক্ষণ করেন।

সীমান্তে কর্মরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে আবারও দেশে ফিরে আসেন।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ণ একটি বন্দর। এই বন্দর দিয়ে আরো কীভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল ও পাসপোর্টে যাত্রী পারাপার যাতে বাড়ানো যায়, সে লক্ষ্যে তারা চিন্তা-ভাবনা করছেন। পাশাপাশি বর্তমানে ইমিগ্রেশনে যাত্রী পারাপারের কি সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলো পরিদর্শন করতে আসা। পাশাপশি আরো কীভাবে উন্নয়ন ঘটিয়ে দুদেশের মাঝে ব্যবসা-বাণিজ্য ও যাত্রী পারাপার বাড়ানো যায় এবং দুই দেশই যেন উপকৃত হয়, সে উদ্দেশ্যেই হিলি স্থলবন্দর পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন- হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফেউল আলম, হাকিমপুর থানার ওসি আ. রাজ্জাক, বন্দর ও ইমিগ্রেশন কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুন্দরবনের আগুন নেভেনি, আরও ছড়িয়ে পড়ার শঙ্কা

বগুড়ায় বসতবাড়ি‌তে বি‌স্ফোরণে আহত বুশরা মারা গে‌ছেন

অনলাইন ডেলিভারি ম্যান সেজে গাজা পাচার, আটক ১

চাটখিলে এমডির বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ

গাজীপুরে রেল দুর্ঘটনা: ৩১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বরিশালে তুচ্ছ ঘটনায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

সৈয়দপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে তালাকের অভিযোগ কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে

খাবারে নেশাদ্রব্য মিশিয়ে শিক্ষকের বাসায় চুরি, ৩ জন অসুস্থ

তাপদাহ: দিনাজপুরে নাবি টমেটোর বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত

এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২২ জন আহত, হাসপাতালে নেই ভ্যাকসিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :