চাকরি হারালেন আর্সেনাল বস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৯, ০৯:৩৩
অ- অ+

চলতি মৌসুমে দলের বাজে পারফরম্যান্সের দায়ে চাকরি হারাতে হলো আর্সেনালের কোচ উনাই এমেরিকে। শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে এমেরিকে বরখাস্ত করার কথা জানায় আর্সেনাল। দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মাথায় চাকরি হারালেন ৪৮ বছর বয়সি স্প্যানিশ কোচ।

আর্সেনাল বিবৃতিতে নিশ্চিত করেছে, দলের পারফরম্যান্সের মান প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় বরখাস্ত করা হয়েছে এমেরিকে। আপাতত ক্লাবের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক আর্সেনাল মিডফিল্ডার ফ্রেডি লিউনবার্গ।

আর্সেন ওয়েঙ্গার চলে যাওয়ার পর গত বছরের মে মাসে আর্সেনালের দায়িত্ব নিয়েছিলেন এমেরি। কিন্তু তার অধীনে চলতি মৌসুমটা ভালো যাচ্ছিল না আর্সেনালের।

প্রিমিয়ার লিগে ১৩ রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে টেবিলের আট নম্বরে। গত ৬ অক্টোবরের পর লিগে পাঁচ ম্যাচে কোনো জয় নেই তাদের।

সব প্রতিযোগিতা মিলিয়ে ‘গানার’রা শেষ সাত ম্যাচে জয়ের মুখ দেখেনি। সবশেষ বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে ঘরের মাঠে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে হেরেছে ২-১ গোলে। পরদিনই বরখাস্ত হলেন এমেরি।

(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একদিনেই ২১ নেতাকে বহিষ্কার করল বিএনপি
রাজধানীতে ১২৩টি চোরাই মোবাইলসহ পাঁচজন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকদের ধর্মঘট প্রত্যাহার
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আ.লীগ নেতা মোবারক হোসেন খালাস পেলেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা