‘নিরাপনে’র ওপর নিষেধাজ্ঞা আপিলেও বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৯, ১৭:১২
অ- অ+

উত্তর আমেরিকাভিত্তিক তৈরি পোশাক ক্রেতাদের জোটের সদস্য ‘নিরাপন’ এর কারখানার নিরাপত্তা পরিদর্শন কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ‘নিরাপন’ এর আবেদন খারিজ করে এই আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।

এর আগে গত ২২ অক্টোবর ড্রাগন সোয়েটার লিমিটেডের করা আবেদনের শুনানি করে হাইকোর্ট রুলসহ নিষেধাজ্ঞার আদেশ দেন। সেদিন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, গত বছরের শেষ দিনে অ্যালায়েন্স বাংলাদেশ ত্যাগ করে। এরপর এপ্রিলে ‘নিরাপন’ তাদের কাজ শুরু করে।

ওই অ্যালায়েন্স নিয়ে ২০১৭ সালে ড্রাগন সোয়েটার লিমিটেড হাইকোর্টে রিট করে। সেই রিটে ‘নিরাপন’কে পক্ষভুক্ত করার আবেদন করি। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এরপর সম্পূরক আবেদনের শুনানি নিয়ে তাদের কার্যক্রমের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করা হয়।’নিষেধাজ্ঞার বিরুদ্ধে ‘নিরাপন’ আপিল বিভাগে আবেদন করে। সেই আবেদন খারিজ করে আজ উক্ত আদেশ দেন আপিল বিভাগ।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা