ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় শিক্ষক গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৮
অ- অ+

এনআই অ্যাক্টের (চেক জালিয়াতি) মামলায় ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শুক্লা মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শুক্লা মন্ডল কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গামের পঙ্কজ কুমার মন্ডলের স্ত্রী।

পুলিশ জানায়, ২০১৪ সালে চেকের মাধ্যমে শুক্লা মন্ডল অস্ট্রেলিয়ায় নেয়ার নাম করে পটুয়াখালী জেলার মহিপুর থানার নজিবপুর গ্রামের ফারুক সিকদারসহ ছয়জনের কাছ থেকে ৩০ লাখ টাকা নেন। টাকা নেয়ার পরেও আস্ট্রেলিয়া লোক পাঠানে পারেননি শুক্লা মন্ডল। এর পরে বিভিন্ন সময় ওই ছয়জন মিলে টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন শুক্লা। এর পরে ফারুক সিকদারের বাবা আবু সিকদার বাদী হয়ে শুক্লামন্ডলের বিরুদ্ধে এনআই অ্যাক্টে মামলা করেন। মামলাটি বর্তমানে পটুয়াখালীর আদালতে চলমান রয়েছে। এই মামলায় সাজাপ্রাপ্ত আসামি শিক্ষক শুক্লা মন্ডল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘গ্রেপ্তার হওয়া শিক্ষক শুক্লা মন্ডলকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা