মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে ফের শীর্ষে বার্সা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৯
অ- অ+

ষষ্ঠ ব্যালন ডি’অর জয়ের স্মৃতিটা এখনো তরতাজা লিওনেল মেসির। ক্যাম্প ন্যুতে সঙ্গে করে এনেছিলেন সেই পুরস্কারটা। কাতালান ভক্তদের সামনে উচিয়ে ধরলেন সেরার নিশানটা। ছবি তুললেন তিন ছেলের সঙ্গে। এরপর মাঠে দেখালেন অসাধারণ পারফরম্যান্স। তার দুর্দান্ত হ্যাটট্রিতে লা লিগায় নিজেদের মাঠে মায়োর্কার বিপক্ষে গোল উৎসবে মাতে বার্সেলোনা।

মেসির হ্যাটট্রিক ছাড়াও সুয়ারেজ, গ্রিজম্যানের গোলে ৫-২ গোলের বড় ব্যবধানে জয় পায় ভালভার্দে শিষ্যরা।

শনিবার রাতের এই জয়ে রিয়ালকে হটিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ছিনিয়ে নিলো বার্সা। মায়োর্কার বিপক্ষে ঘরের মাঠে এ নিয়ে টানা তিন ম্যাচে পাঁচটি করে গোল করল তারা।

ক্যাম্প ন্যুতে স্পেনের শীর্ষ লিগে টানা চতুর্দশ জয় পেল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত থাকল টানা ৩০ ম্যাচ। ঘরের মাঠে চলতি আসরে ৭ ম্যাচে করল ৩০ গোল!

লা লিগায় এটি মেসির ৩৫তম হ্যাটট্রিক। রোনালদো রিয়াল মাদ্রিদে থাকতে ৩৪টি করেছিলেন। রোনালদোর সে রেকর্ডকে পেছনে ফেলেছেন আর্জেন্টিনার এই ফুটবল জাদুকর। সব প্রতিযোগিতা মিলিয়ে তার ৫৩তম হ্যাটট্রিক এটি।

ম্যাচের সাত মিনিটের মাথায় অ্যান্তোনিও গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় বার্সা। তাকে বল দেন বার্সা গোলরক্ষক মার্ক টের স্টেগান। সুযোগ বুঝে তার লম্বা করে নেওয়া গোল কিক ধরে গোল করেন ফ্রান্স তারকা। মৌসুমে গোলরক্ষক স্টেগানের এটি দ্বিতীয় গোলে সহায়তা।

এরপর ১৭ মিনিটে গ্রিজম্যানের বাড়ানো বল ধরে গোল করেন মেসি। রাকিটিচ ৪১ মিনিটে মেসির দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করান। প্রথমার্ধে দুই গোল পাওয়া মেসির হ্যাটট্রিকের সুবাস ছড়িয়ে পড়ে।

প্রথমার্ধে অবশ্য বার্সেলোনা আরও এক গোল পায়। এবার গোল করেন লুইস সুয়ারেজ। তাকে গোল করান ডি জং। প্রথমার্ধে বার্সা ৪-১ গোলে এগিয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধে যেন মেসিদের আটকে রাখার পথ খুঁজে বের করে মায়োরকা। তবে ৮৩ মিনিটে লিওকে আর আটকাতে পারনি তারা। মেসি গোল করে দলের ৫-২ গোলের জয় নিশ্চিত করেন।

এবারের লা লিগায় সেরা গোলদাতাদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন মেসি (১২)। পেছনে ফেলেছেন ১১ গোল করা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাকে।

এই জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা। দিনের আরেক ম্যাচে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে কিছু সময়ের জন্য শীর্ষে উঠা রিয়াল মাদ্রিদ নেমে গেছে দুই নম্বরে। স্পেনের সফলতম দলটি পিছিয়ে আছে গোল পার্থক্যে।

ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জের কারফিউ ১৪ ঘন্টার জন্য শিথিল
ট্রেন থেকে নেমেই জামায়াত নেতাকর্মীদের স্লোগান
জামায়াতের সমাবেশে যোগ দিতে এসে পথেই দুই নেতাকর্মীর মৃত্যু
A Monumental Work at Risk: Why Mobasher Ali, Chief editor of the History of Comilla District Must Be Preserved
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা