গলার স্বরই রানির পরিচয়

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৯, ১০:৪০
অ- অ+

বলিউডের সুপারহিট অভিনেত্রীদের অন্যতম রানি মুখার্জি। কিন্তু গলার ভাঙা স্বরের জন্য বহু সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। যার কারণে কেরিয়ারের শুরুতে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে অভিনেত্রীকে। আবার কেউ কেউ তার এমন ভাঙা গলার স্বরেরই প্রেমে পড়েছেন। একটু অন্য ধরনের গলার স্বরের মোহে ফ্যান হয়েছেন বাঙালি কন্যার।

সম্প্রতি রানি শেষ করেছেন ‘মর্দানি টু’-এর শুটিং। বর্তমানে চলছে প্রচারের কাজ। সেই প্রচার পর্ব চলাকালীন কেরিয়ারের শুরুর দিকের স্মৃতিরোমন্থন করলেন নায়িকা। তাকে জিজ্ঞাসা করা হয় তার ভাঙা গলার স্বর নিয়ে। বরাবরই এমন স্বরের জন্য আলাদা করে চিহ্নিত রানি।

নায়িকা বলেন, ‘কেরিয়ারের শুরুর দিকে আমার গলার স্বরের মতো অন্য কোনো নায়িকা ছিল না। সবার গলার স্বর দারুণ মিষ্টি। আমার কোনো দিনই এমন মিষ্টি স্বর ছিল না। তা নিয়ে নায়িকা হয়ে ওঠা ছিল দুঃস্বপ্নের মতো। বিশেষ করে একজন নতুন অভিনেত্রীর জন্য। ‘গুলাম’ ছবিতে তো আমার গলার স্বর বিসর্জনই দিতে হয়েছিল।’

তবে বলিউডে তার গলার স্বরকে গুরুত্ব দেয়ার মতো পরিচালকও রয়েছে বলে দাবি রানির। তিনি বলেন, ‘সৌভাগ্যবশত করণের মতো একজন ছিলেন যিনি ‘কুছ কুছ হোতা হ্যায়’ করার সময় বলেছিলেন, উনি আমার গলার স্বর পছন্দ করেন। ধন্যবাদ করণকে আমার গলার স্বর বিশ্বাস করার জন্য। এই স্বরই এখন আমার পরিচয়।’

ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা