আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ

আজ ১৮ ডিসেম্বর। আন্তর্জাতিক অভিবাসী দিবস। ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে- প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের মতো বাংলাদেশেও বিভিন্ন আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, আমি আশা করি, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য প্রবাসীরা নিজ নিজ অবস্থান হতে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবেন।
বাংলাদেশের প্রবাসী আয়ের ক্রমবর্ধমান ধারাকে অব্যাহত রাখতে এবং সুষ্ঠু, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার জন্য সরকার দক্ষতা উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব আরোপের প্রেক্ষিতে এ বছরের প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হচ্ছে।
অভিবাসন দিবস উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।
এর মধ্যে ১৮ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টায় মানিক মিয়া এভিনিউ থেকে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হবে। ১৯ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় মূল অনুষ্ঠানের কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিবারের ন্যায় এবারও অনাবাসী বাংলাদেশিদের জন্য বা বাণিজ্যিক গুরত্বপূর্ণ সিআইপি (এনআরবি) সম্মাননা প্রদান করা হবে। এবার তিনটি ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হবে ১৪টি দেশের ৪২জন অনাবাসীকে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে বিদেশি কর্মীদের জন্য প্রবর্তিত জীবন বীমার কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান, অভিবাসন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মন্ত্রণালয়।
২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বব্যাপী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। অভিবাসীদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখতে প্রতিবছর দিবসটি জাতিসংঘের সদস্যভুক্ত সব দেশে দিবসটি পালিত হয়ে আসছে।
ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এমআর

মন্তব্য করুন