ক্যারিয়ারের প্রথম গোল পেলেন বাংলাদেশি হামজা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২০, ১৭:৪৭
অ- অ+

পেশাদার ক্যারিয়ারের ৩৭ তম ম্যাচে এসে নিজের প্রথম গোলের দেখা পেলেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। ২০১৭ সালে অভিষেক হলেও এ পর্যন্ত কোনো গোলের দেখা পাননি হামজা। খেলেছেন এফএ কাপ, কারাবা কাপসহ ইংলিশ প্রিমিয়ার লিগের মোট ৩৬টি ম্যাচ। তবে একবারের জন্য জালে বল ছোঁয়াতে সমর্থ্য হননি তিনি। অবশেষে সেই আক্ষেপটা ঘুচল। হামজার গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-০ গোলের ব্যবধানে হারায় লেস্টার সিটি।

ক্যারিয়ারের শুরুটা অনেক আগে হলেও মাঠে নিজের পজিশনের কারণেই হয়তো গোল পাননি হামজা। সাধারণত মিডফিল্ডের খেলোয়াড়রা একইসাথে মাঠের উপরিভাগ ও নিম্নভাগ সামাল দিয়ে থাকেন। ফলশ্রুতিতে মিডফিল্ডাররা গোলের দেখাটা খুব অল্পই পেয়ে থাকেন। লেস্টারে হামজার ভূমিকাটাও সেরকমই। যার ফলে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে ৩৬টি ম্যাচ অপেক্ষা করেতে হয়েছে তাকে। সেই রাতে লেস্টারের হয়ে বাকি দুইটি গোল করেন ইংলিশ মিডফিল্ডার জেমস ম্যাডিসন ও স্প্যানিশ উইঙ্গার আয়োজে পেরেজে।

হামজা গোলটাও করেছেন দূর্দান্ত। ম্যাচের ৮৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে পরাস্ত করেন নিউক্যাসলের গোলরক্ষককে। নতুন বছরের প্রথম দিনেই এর থেকে ভালো উপহার বোধয় হামজা নিজেও আশা করেন নি।

২০১৬-১৭ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া লেস্টার সিটির নিয়মিত একাদশে প্রায়ই জায়গা করে নিচ্ছেন ২২ বছর বয়সের এই তরুণ তুর্কী। অনবদ্য পারফর্মেন্সে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড অনুর্ধ্ব-২১ দলে। অনুর্ধ্ব-২১ দলে জায়গা করে নেওয়া মানে জাতীয় দলে জায়গা পাওয়া থেকে এক কদম দূরে। কিছু দিনের মধ্যেই হয়তো ইংল্যান্ডের উইলফ্রিয়েড এনদিদি কিংবা ডেক্লান রাইসের জায়গা দখল করতে পারেন এই বাংলাদেশি ।

উল্লেখ্য, বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল থানার স্নানঘাট গ্রামে হামজা চৌধুরীর পৈতৃক নিবাস। জন্ম ইংল্যান্ডে হলেও বাঙালি সংস্কৃতির মধ্য দিয়েই বড় হয়েছেন হামজা। জন্মের ছয় মাস থেকে পিতা-মাতার সঙ্গে বাংলাদেশে যাতায়ত করেন তিনি। এখন পর্যন্ত মোট ২০ বার বাংলাদেশে এসেছেন হামজা।

(ঢাকাটাইমস/০২ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো অভিনেতা সিদ্দিককে
রংপুরে রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করতে পারে ভারত: আশঙ্কা পাক তথ্যমন্ত্রীর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা