‘রাষ্ট্রব্যবস্থার ব্যর্থতায় ঢাবি শিক্ষার্থী ধর্ষণের শিকার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২০, ২০:৩৬
অ- অ+

অগণতান্ত্রিক সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন নারী শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

সোমবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ওই শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ শেষে এই মন্তব্য করেন তিনি। এর আগে ধর্ষণের শিকার শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান নারী শিশু অধিকার ফোরামের প্রতিনিধিরা।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অনুমতিসাপেক্ষে নিপুণ রায় চৌধুরী ওই শিক্ষার্থী ও তার মায়ের সঙ্গে দেখা করেন।

নিপুণ বলেন, ‘দেশের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীকে গাড়ি থেকে নেমে ধর্ষণের শিকার হতে হলো। এখানে সবচেয়ে বড় কথা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিংবা যারা প্রশাসনে দায়িত্বরত আছেন তারা এর আগে যে কেসগুলো হয়েছে সেখানে যথাযথ ভূমিকা রাখেনি। পাশাপাশি এত খুন-গুম এগুলোর প্রতিবাদে বাংলাদেশের মানুষ সোচ্চার হচ্ছে না। ফলে প্রতিনিয়ত এ ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে। তারই একটি ধারাবাহিকতা গতকালের ঘটনাটি।’

‘এখানে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা না, পুরো রাষ্ট্রব্যবস্থার ব্যর্থতা রয়েছে। যেখানে রাষ্ট্রকাঠামো দুর্বল হয়ে যায় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলা যাবে না।’

আপনারা কোনো সামাজিক সংগঠনের পক্ষ থেকে এসেছেন না বিএনপির পক্ষ থেকে এসেছেনÑসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিপুণ রায় বলেন, ‘নারী শিশু অধিকার ফরম যদিও একটি সামাজিক সংগঠন তবে আমাদের এই সংগঠনের স্বপ্নদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই আমি তার পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই আপনারা সচেতন হোন, অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন এবং এই সরকার যেন অন্যায়কারীদের পার পাওয়ার সুযোগ না দেয় সেজন্য মাঠে থাকতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব: দুদক চেয়ারম্যান 
ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালককে ৫০ হাজার টাকা করে অনুদান ডিএনসিসির, চাকরির প্রতিশ্রুতি
তারেক রহমানের নির্দেশনায় জাবিতে শিক্ষার্থীদের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন
ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা